বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে জেলার শাহজাদপুরে তিনি এ সামাজিক কর্মে অংশ নেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন।

সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ