মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ভ্যানের ওপর বাস উল্টে নিহত ৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে অটোভ্যানের ওপর পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ হারায়। সড়কের গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ