চট্টগ্রামের পাঁচলাইশের মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ইসমাইল কলোনির আটতলা ভবনের চতুর্থতলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুমিতা খানম (২৮), তার মেয়ে মুন (৮) ও আড়াই বছরের ছেলে সান।
পুলিশ জানিয়েছে, বাসার ভেতরে সুমিতা ও তার ছেলের লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়ের লাশ বিছানায় পড়ে ছিল।
তবে সন্তানদের নিয়ে সুমিতা আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না পুলিশ।
ঘটনাস্থলে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
পাঁচলাইশ থানার এএসআই সালমা বেগম যুগান্তরকে বলেন, বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।