আহসান হাবীব
স্টাফ রিপোর্টারঃ
সুবর্ণচর উপজেলা হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আবুল খায়ের চৌধুরী(৭৫) এর জানাযার নামাজে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
জানাযায় ইমামতি করেন মাওলানা আবুল হোসেন।
(২৩ অক্টোবর) শনিবার বেলা সাড়ে ১১ টায় উনার নিজ বাড়ির দরজায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবা সামছল চৌধুরীর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা পূর্ব সমাবেশে মাওলানা জয়নাল আবদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.ওমর ফারক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, ৫নং চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক,২নং চরবাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব,
সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক,আমির খসরু মাহমুদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব সায়েদল হক ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ডাঃ আব্দুর রব, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ফরহাদ হেসেন বাহার, ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আবুল বাসার, ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন (মুজাম)
হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব মহি উদ্দিন মাষ্টার সহ রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই হাজী আব্দুল হক চৌধুরী।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ১ কন্যা, নাতী নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।