বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

সুবর্ণচরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরাজিত মেম্বারপ্রার্থী।

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

গত ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উক্ত নির্বাচনে ৪নং ওয়ার্ডে ফুটবল প্রতিক নিয়ে মধ্যম বাগ্যা গ্রামের সফর আলীর ছেলে আব্দুল মালেক কন্ট্রাক্টর মেম্বার পদপ্রার্থী ছিলেন, নির্বানের দিন ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পরদিন গণধর্ষণের শিকার পারুল বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, এবার এক মেম্বারপ্রার্থীর নির্বাচনী ওয়ার্কিং না করায় নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ওই মেম্বারপ্রার্থী, এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আব্দুল মালেক কন্ট্রাক্টর বলেন, আমি তাকে কোন হুমকি দেয়নি, সে আমার দলের লোক, আমি তাকে হুমকি দিবো কেন, এলাকার একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে।আমি উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ