কামাল চৌধুরী, নোয়াখালীঃ
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা ) কর্তৃক বাস্তবায়নাধীন রাজস্ব অর্থায়নে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
নোয়াখালীর বিনা উপকেন্দ্রের আয়োজনে বুধবার( ৮ ডিসেম্বর) উপকেন্দ্রের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় ৬৫ জন কৃষকের উপস্থিতিতে আয়োজিত এ প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সৃবর্ণচরের বিএডিসির প্রকল্প পরিচালক, মোঃ আজিম উদ্দিন এবং সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। ভার্চুয়ালী আরও বক্তব্য রাখেন বিনা’র পরিচালক(গবেষনা ) ড. মোঃ আব্দুল মালেক।
এছাড়াও, উপস্থিত ছিলেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, ফার্মম্যানেজার ফররুখ আহমেদ, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল চৌধুরী এবং কৃষক প্রতিনিধি মোঃ বেলাল উদ্দিন ।
প্রধান অতিথির বক্তব্যে বিনা’র মহাপরিচালক বিনা উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু বিনাধান-১০, মাঝারি চিকন দানাবিশিষ্ট বিনাধান-২৪ এবং নাবী রোপানযোগ্য বিনাধান-১৪ চাষাবাদে কৃষকদের নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন। উপস্থিত বক্তারা হাইব্রিড জাতের চাষাবাদের পরিবর্তে উফসী জাতের চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেন।
প্রশিক্ষণ শেষে ৬৫ জন কৃষকের মাঝে বিনাধান-১০ এবং বিনাধান-২৪ এর প্রায় ৩০০ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।