আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
সুবর্ণ উপজেলা বি এন পির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৬ এপ্রিল (শনিবার) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুলের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বি.এন.পির সভাপতি এ.জেড. এম গোলাম হায়দার বি.এস.সি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান।
এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ইফতার করা হয়।