June 20, 2025, 7:51 am

স্বরুপকাঠী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির র‍্যালী কর্মসূচি পালন।

 

পিরোজপুর প্রতিনিধিঃ

সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির র‍্যালী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১অক্টোবর) জগন্নাথ কাঠী বন্দরে সকাল ১১ টা ৩০ মিনিটে স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত ও সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ শান্তি ও সম্প্রীতি র‍্যালিতে অংশ নেন।

স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত বলেন, পূজামন্ডপ থেকে শুরু করে দেশে চলমান সহিংসতার যারা এই জঘন্য কাজ করছে তাদের কঠোর তো কঠোর বিচার চায়। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই বাংলার মাটিতে সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।

এ সময় স্বরুপকাঠী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক
ব্রেকিং নিউজ