স্টাফ রিপোর্টারঃ বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর উদ্যোগে মহান শহীদ দিবসের প্রথম প্রহর শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে সংগঠনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরী ও সংগঠনের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরুন প্রজন্মের আইডল খ্যাত ইশরাক হোসেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ বিভিন্ন জেলায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের হতদরিদ্রের সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ও সমাজসেবক মজিবুল চৌধুরীর সন্তান।