মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধির তথ্য চিত্রের নিউজ ডেক্সঃ
গত ০৪/০২/২২ ইং তারিখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ হারুন-উর- রশিদ হারুন, হাতিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা ভাইস চেযারম্যান মোঃ শাহিনুর ইসলাম শাহিনের সং গে সৌজন্য সাক্ষাত। – দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা সম্পাদক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক বহুমুখী শিল্প স্রষ্টা ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড.খান আসাদুজ্জামান সফর সঙ্গী হিসেবে আছেন উক্ত প্রতিকার বার্তা সম্পাদক কবি বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মজনু। দৈনিক বাংলাদেশ সমাচারেন জেলা প্রতিনিধি ও দিসাজপির জেলা কল্যা ট্রাষ্টের সভাপতি মোঃমোকাররম হোসেন, হাকিমপুর রিপোটার্স ক্লাবের সভাপতি, DHN চ্যানেলের নির্বাহী সম্পাদক, ৭১ বাংলা টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার হাকিমপুর উপজেণা প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন মেজর, D H N চ্যানেলের প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর খাঁন, দৈনিক বাংলাদেশ সমাচারের নবাবগঞ্জ উপজেলার প্রতিনিধি ওয়াইস কুরুনি সহ অকেই উপস্হিত ছিলেন।