June 20, 2025, 12:21 am

হারানো বিজ্ঞপ্তিঃ

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নামঃ মোহাম্মদ সৈকত, পিতার নাম:মোঃ আনোয়ার, হোসেন, মাতার নামঃ নূর নাহার। বয়সঃ ১৩ বছর।ঠিকানা – সাং:মধ্য চর শুল্লুকিয়া, সদর, নোয়াখালী।

১৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় ডাক্তার বাজার মোহাম্মদীয়া হাফিজুল উলূম মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

সৈকতের বোন ইয়াসমিন জানান, আমার ভাই সৈকত ডাক্তার বাজার মোহাম্মদীয়া হাফিজুল উলূম মাদ্রাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে পড়তেন, ১৯ নভেম্বর বেলা আড়াইটাই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জুনায়েদ আহমদ ফোন করে বলেন, আমার ভাই সকাল সাড়ে দশটাই মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। এই খবর পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও সন্ধান পায়নি।

যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা : 01873224023



ফেসবুক
ব্রেকিং নিউজ