আহসান হাবীব
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সুবর্ণচর হারিছ চৌধুরী বাজারের (আটকপালিয়া বাজার) সাবেক সেক্রেটারি আবুল খায়ের চৌধুরী(৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার (২২অক্টোবর) রাত ২.৩০ মিনিটের সময় পশ্চিম চরজুবিলী উনার নিজবাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ (২৩অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।