বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

হালিশহর এ স্বপ্ন পূরক ব্লাড ডোনেশন এর পক্ষ থেকে একটি পরিবার কে ঢেউটিন উপহার।

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আজ নগরীর হালিশহর এ-বক্ল, বাসষ্টেশন মোড়ে একটি পরিবার কে বাসস্থান গড়ে তুলবার জন্য এর জন্য ঢেউটিন উপহার দেন
স্বপ্ন পূরক ব্লাড ডোনেশন।
এ সময় উপস্থিত ছিলেন- স্বপ্নপূরক ব্লাড ডোনেশন পরিবার এর শুভাকাঙ্ক্ষী শান নেওয়াজ,
স্বপ্নপূরক ব্লাড ডোনেশন এর চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন,
সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: হামিদুর রহমান।
সিনিয়র সদস্য- মো:কায়েস,মো:মিজান,মো:মেহদী হাসান ফাহিম,মো: আলভী,আব্দুল রাজ্জাক ফাহিম,মো:হানিফ ও প্রমুখ।
এ সময় শান নেওয়াজ বলেন মানুষ এর সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে খুব আনন্দিত আমি,, স্বপ্নপূরক ব্লাড ডোনেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: হামিদুর রহমান বলেন আমাদের এই গ্রুপের সদস্যদের সার্বিক সহযোগিতায় করোনাকালীন সময় থাকি এখন পর্যন্ত অসহায় দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তা করে আসছি ইনশাআল্লাহ আগামীতেও করে যাব আমরা সকলের সহযোগিতা চাই সকলের ঐক্যবদ্ধতায় মানুষের জন্য কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ