মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

১নং চরজব্বর ইউনিয়নে আনারসের গণজোয়ার, দিনব্যাপী গনসংযোগ করলেন ওমর ফারুক।

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

আগামী ১০ ফেব্রুয়ারী নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারনা প্রায় শেষ দিকে শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী ও তাদের কর্মী সর্মকেরা। শেষ সময়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সেই সাথে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ।

সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নে স্বতস্ত্র প্রার্থী এডভোকেট ওমর ফারুক (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ইতি মধ্যে ১নং চরজব্বর ইউনিয়নের সকল প্রান্তে আনারস প্রতীকের পক্ষে গণ জোয়ারের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় ভোটারেরা জানিয়েছেন। উন্নয়ন ও এলাকায় শান্তিতে বসবাস করতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েই কাজ করছেন।

বৃহস্পতিবার দিন ব্যাপাী চরজব্বর ইউনিয়নের সমিতির বাজার, পরিস্কার বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা করেছেন আনারস প্রতীকের প্রার্থী এডভোকেট ওমর ফারুক, নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি। এদিকে ভোটার ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনারস প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন।

আনারস প্রতীকের প্রার্থী এডভোকেট ওমর ফারুক পথ সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, এসময় তিনি বলেন, জনগনের ভালবাসায় আমি প্রার্থী হয়েছি সুষ্ঠ ভোট হলে সাধারণ মানুষের ভালবাসায় ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব। এ সময় স্থানীয় নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন। প্রতিদিনই চলছে আনারস প্রতীকের প্রচার প্রচারনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ