বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

কালিহাতীতে বাংলা ড্রেজারের করালগ্রাস থেকে বাচতে চায় গ্রামবাসী।

মোঃশরিফুল ইসলাম ,টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা দক্ষিণ চামুরিয়ার গ্রামবাসী সরকার নিষিদ্ধ ভয়াবহ বাংলা ড্রেজারের করাল গ্রাস থেকে বাচতে চায়। বাংলা ড্রেজার বসাতে লাটিয়াল বাহিনী কমিটি গঠন।। এব্যাপারে ১৪ মার্চ কালিহাতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে প্রায় তিনশতাদিক লোকের গণ স্বাক্ষর দেন।
সরেজমিনে ঘুরে জানাযায়, টাঙ্গাইলের কালিহাতি
উপজেলার দঃ চামুরিয়া মৌজা রাঙাইদ দহে বাংলা ড্রেজার বসিয়ে বালু ও মাটি কাটার অভিযোগ তোলেন গ্রামের অসহায় ভূক্তভোগী পরিবার মানুষেরা।

ভুক্তভোগী মোকদম মোল্লার ছেলে করিম মোল্লা, হাবু মিয়ার ছেলে তোতা মিয়া, মৃত আবেদ আলীর ছেলে আব্দুল হামিদ, মোস্তাব আলীর ছেলে বেলায়েত জাজান, স্থানীয় কয়েকজন বালু ও মাটি কাটার ব্যাবসায়ীরা সংঘবদ্ধভাবে তারা জোর করে মাটি কাটার চেষ্টা করছে। ফলে আমাদের গ্রামের ২টি ঈদগাহ মাঠ দুইটি কবরস্থান, একটি ব্রীজ একটি মসজিদ সহ শত শত বাড়ীঘর হুমকির মুখে পড়বে।
স্থানীয় ভ্যান চালক কাদের বলেন, এরা সরকারী দলের নাম ভাংগায়ে চলে এবং এদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই।
এব্যাপারে নব নির্বাচিত ইউপি সদস্য লাল মিয়া মাটি ব্যাবসায়ী জানান, সরকারী দুইটি প্রতষ্ঠানে মাটির প্রয়োজন তাই আমরা মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, সরকারী জায়গা থেকে মাটি কেটে সরকারী জমির উপর মাটি ফেলাবো। ওদের কি ? ।

স্থানীয় চেয়ারম্যান মোখলেছুর রহমান ফরিদ এর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

নির্বাহী অফিসার কে এব্যাপারে জানতে চাইলে, তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত
ব্যাবস্থা নেবো।
বাংলা ড্রেজারের বিরুদ্ধে আমি আসার পর থেকে কাজ করিতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ