October 22, 2025, 8:25 am

বিএসবির চেয়ারম্যান লায়ন বাসার গ্রেপ্তার

মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে (খায়রুল) বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৪ জুলাই) সিআইডি থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডি জানায়, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাসারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে।

সোমবার সকালে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন খান এ তথ্য জানান।

গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খায়রুল বাসার ও তার সহযোগীরা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারণার মাধ্যমে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি জানান।



ফেসবুক
ব্রেকিং নিউজ