রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

চাটখিলে নিজ গৃহে বৃদ্ধের আত্মহত্যা,পরিবারের দাবি তিনি মানষিক ভারষাম্যহীন।

মোঃ মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

চাটখিলে ভারসাম্যহীন বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেন পুলিশ।
নোয়াখালীর চাটখিলে নুরুন নবী (৬৫) নামের এক বৃদ্ধ নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নোয়াখলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আলী আহম্মেদের পূত্র।
আজ (শনিবার) ২০শে নভেম্বর সকাল ১১টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্যে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের এবং পুলিশ থেকে জানা যায়, শনিবার ভোর বেলায় ঘুম থেকে উঠে তার পূত্রবধু দেখতে পান ঘরের আড়ার সাথে দড়ি সাথে তার শ্বশুরের ঝুলন্ত মৃতদেহ। পরে তার চিৎকারে আশ পাশের মানুষ ছুটে আসে। তারপর তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
নুরুন নবীর পরিবার দাবি, তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন। এজন্যে তারা স্থানিয়ভাবে চিকিৎসা নিলেও তা সেরে ওঠেনি।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকলেও মৃতদেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ