টাঙ্গাইল প্রতিনিধি :
মোঃশরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৬ মার্চ) আগ-চিনামুড়া খেলার মাঠে স্থানীয় যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী।
বিশিষ্ট সমাজসেবক মতিন খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর মতিয়ার রহমান খান বাবুল।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, মাহবুব আলম, সোহেল খান প্রমুখ।
সন্ধ্যায় দেশ সেরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।