ব্যাট হাতে অর্ধশতকের পর বল ঘুরিয়ে কুমিল্লার দুই ওপেনার লিটন ও ইমরুলের উইকেট নিয়ে দলের জয়ের পথ গড়ে দেন সাকিব আল হাসান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতেই ৩৩ রানের বড় জয় পায় সাকিব আল হাসানবাহিনী। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লাকে টপকে পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে আসে ফরচুন বরিশাল।
বরিশালের দেওয়া ১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমেই সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত কুমিল্লা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েসকে তুলে নেন সাকিব। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকেও। কুমিল্লার দলীয় ২৩ রানের মাথায় লিটন দাসকে উইকেটরক্ষক সোহানের গ্লাভসবন্দি করেন সাকিব। আউট হওয়ার আগে ১৭ বলে ১৯ রান করেন লিটন।
তবে শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। চারে ব্যাট করতে নামা মাহমুদুল হাসান জয়কে তুলে নিয়ে কুমিল্লাকে ৩৫ রানে তিন উইকেট হারানোর দলে পরিণত করেন ডুয়েন ব্রাভো। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। মুমিনুল হক ৩০ বলে ৩০ রান করে নাইম হাসানের শিকার হয়ে যখন ফিরছেন তখন কুমিল্লার স্কোরবোর্ডে রান সংখ্যা মাত্র ৬৮। এরপর ৭০ রানে কুমিল্লা হারায় নিজেদের ৭ম উইকেট। জয়ের আশা তখনই নিভে যায় ভিক্টোরিয়ান্সদের।
বরিশালের হয়ে দুর্দান্ত বল করেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২০ রানে দুটি উইকেট নেন তিনি। নাঈম হাসান নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়াও দুটি উইকেট নেন ডুয়েন ব্রাভো আর একটি উইকেট নেন নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ফরচুন বরিশাল: ২০ ওভার, ১৫৫/৫; (মুনিম ৪৫, গেইল ১০, শান্ত ১, সাকিব ৫০, হৃদয় ৩২*, ব্রাভো ১০, সোহান ৩* ); (নাহিদুল ৩-০-৩০-০, মোস্তাফিজ ৪-০-৩০-১, তানভির ৩-০-২২-২, সুমন ১-০-১৬-০, নারিন ৪-০-২৫-০, মঈন ৩-০-২১-১, জানাত ২-০-৬-১)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১২৩/৯; (লিটন ১৯, ইমরুল ১, মুমিনুল ৩০, জয় ৫, মঈন ৫, নাহিদুল ১, নারিন ৩, জানাত ১৭, সুমন ৮, তানভির ২১*, মোস্তাফিজ ৭*); (মুজিব ৪-০-২৭-০, সাকিব ৪-০-২০-২, ব্রাভো ৪-০-২৯-২, নাঈম ৪-০-২৯-৩, শান্ত ২-০-৫-১, গেইল ২-০-১০-০)
ফলাফল: ফরচুন বরিশাল ৩৩ রানে জয়ী।