শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভুমি দখলের অভিযোগে প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভুমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বারেকের বিরুদ্ধে।

চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হল মিলনায়তনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রয়াত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের কন্যা ভুক্তভোগি মনোয়ারা বেগম।

লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, স্থানীয় কাউন্সিলর বারেক এর নেতৃত্বে একটি প্রভাবশালী মহল জোর পূর্বক তাদের খরিদা বসতভিটা জবর দখলের প্রচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা এবং থানায় জিডি করেও কোন সহায়তা পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারটি।

মনোয়ারার স্বামী আবদুল হাই সংবাদ সম্মেলনে বলেন, বারেক কাউন্সিলর তাদের বসতভিটার পাশের একটি জায়গা বায়না করে। এরপর থেকে কাউন্সিলর বারেকের ব্যক্তিগত সহকারী শাহাবুদ্দিন তাদের দলবল নিয়ে জোর করে মুক্তিযোদ্ধার পরিবারের বসতভিটায় বাউন্ডারি দেয়াল নির্মানের প্রচেষ্টা চালায়। আবদুল হাই আরো বলেন, কাউন্সিলর বারেক তাদেরকে বসতভিটা ছেড়ে দিতে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় সাধারন ডায়েরি করলেও পুলিশ পক্ষপাতমূলক আচরন করছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধার কন্যা মনোয়ারা বেগম এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম এর স্বামী আব্দুল হাই, দেবর আবদুচ ছাত্তার, আত্মীয় রুহুল আমিনসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ