স্টাফ রিপোর্টোরঃ চাটখিলে রুপনগর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রুপনগর ইয়াং স্টার ক্লাবের সভাপতি তানজিম চৌধুরী রুবেলের সভাপতিত্বে সৈকত খলিফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মানিক।
হাজী রুহুল আমিন স্টেডিয়ামে সোমবার বিকেলে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় লাল দল বিজয়ী হয়। ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুল কানন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সাংবাদিক মনির হোসেন সোহেল, সাংবাদিক এম আর ফারুক , ইউনিয়ন আওয়ামী লীগ সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন,আওয়ামী লীগ নেতা শাহজাহান খোকন, আনোয়ার হোসেন দুলাল, সাখাওয়াত উল্লাহ বাবুল, ইকবাল বাহার সুমন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আগত অতিথিগন তাদের বক্তব্যে বলেন, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে রুপনগর ইয়াং স্টার ক্লাবের ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক প্রতিযোগীতার মাধ্যমে সুস্থ সংস্কৃতির চর্চা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।এধরণের যেকোনো কার্যক্রমে চেয়ারম্যান সহ দায়িত্বশীল সকলেই ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।