বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের অষ্টম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
বরিশাল নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে বিপিএল মিশন শুরু করেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকার বিপক্ষে। দুই ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া বরিশাল আজ জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে।
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে হারিয়ে আসর শুরু করে। আজ দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ক্যামেরন ডেলপোর্ট, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, মুমিনুল হক সৌরভ, ইমরুল কায়েস, নাহিদুল ইসলাম, করিম জানাত, মাহিদুল ইসলাম অঙ্কন, শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল: সৈকত আলী, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, ডুয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, জেক লিন্টন, নাইম হাসান ও তাইজুল ইসলাম।