আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী চাটখিল উপজেলায় চাকুরী দেওয়ার নাম করে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সেই যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি দল। সোমবার দুপুরে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পিবিআই। পিবিআই নোয়াখালী কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এসব তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে চাটখিল থানায় ফুয়াদ সহ দুই জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন ও সহযোগীকে আসামী করা হয়। মামলা নথি ভূক্ত হওয়ার পর পরই পিবিআই নোয়াখালী কার্যালয়কে মামলাটি হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে পিবিআই অভিযান চালিয়ে প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা শহর থেকে ফুয়াদ কে গ্রেপ্তার করে। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, থানায় মামলা নথীভুক্ত হওয়ার পর পিবিআই তে মামলাটি হস্তান্তর করা হয়েছে।