ঢাকা-চট্টগ্রাম-ঢাকা হয়ে বিপিএল এখন সিলেটে। ৭-৯ ফেব্রুয়ারি তিনদিনে ছয়টি ম্যাচ।
শীর্ষ চারে কারা থাকবে, অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সিলেটপর্বে। ছিটকে পড়ার শঙ্কায় সিলেট সানরাইজার্স। শেষ চারে যেতে হলে তাদের সব ম্যাচে জিততে হবে।
ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মোসাদ্দেক হোসেনের সিলেটের। ছয় ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট সিলেটের। জয় একটি, চারটি হার। এদিকে নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা, জাকির হাসান, এনামুল হক জুনিয়র-বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যেন এক টুকরো সিলেট। মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থে
কে সরানোর পর চ্যালেঞ্জ জানানোর ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছে চ্যালেঞ্জার্স। ঘুরে দাঁড়াতে চায় তারাও সিলেটে। আট ম্যাচে তিন জয় পাওয়া চট্টগ্রামের দুটি ম্যাচ বাকি। সিলেটপর্বে তাদের একটি ম্যাচ। পঞ্চম স্থানে থাকা চট্টগ্রাম ছয় পয়েন্ট পেয়েছে আট ম্যাচে।
ঢাকার বিপক্ষে সেই ম্যাচের আগে অনুশীলনের পর পেসার রেজাউর রহমান রাজা বলেন, ‘হোম গ্রাউন্ডে সবাই সুবিধা পায়। মাঠ সম্পর্কে আমাদের ধারণা আছে। উইকেট সম্পর্কেও ভালো ধারণা আছে। এই সুবিধা নেওয়ার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমার বাড়িটা পাশেই। মনে হচ্ছে ঘরে খেলছি।’ আগামীকাল দ্বিতীয় ম্যাচে সিলেটের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।