বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

বিপিএল: কোন ক্যাটাগরিতে কোন ক্রিকেটার, কার পারিশ্রমিক কত?

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২১ জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট-তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ছয় দলের এই টি ২০ টুর্নামেন্ট। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল হওয়ার কথা।

বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

তার আগেই ক্যাটাগরিভিত্তিক খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি।

মোট ৬টি ক্যাটাগরিতে ২১২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সেই তালিকায়। এতে বিদেশি ক্রিকেটারদের নাম নেই।

ড্রাফটের তালিকা অনুযায়ী, সর্বোচ্চ তথা ৭০ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়জনকে। ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৪ জনকে। এই  ক্যাটাগরির পারিশ্রমিক ৩৫ লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারের সংখ্যা ৪০ জন। তারা পাবেন ২৫ লাখ টাকা করে।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ৬০ জন, তারা প্রত্যেকে পাবেন ১৮ লাখ টাকা করে। সর্বোচ্চ সংখ্যক ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ৬৩ জন ক্রিকেটার। তারা পাবেন ১২ লাখ টাকা করে। এছাড়া ‘এফ’ ক্যাটাগরিতে ২৯ জন ক্রিকেটার। তারা পাবেন ৫ লাখ টাকা করে পারিশ্রমিক।

‘এ’ ক্যাটাগরির ৬ তারকা ক্রিকেটার (৭০ লাখ টাকা)

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান।

‘বি’ ক্যাটাগরির ১৪ ক্রিকেটার (৩৫ লাখ টাকা)

নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাইম শেখ, মাহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন যারা, (২৫ লাখ টাকা)

রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মোহাম্মদ সৈকত আলি, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, আল আমিন (জুনিয়র), মেহেদী হাসান রানা, নাহিদুল ইসলাম, ইরফান শুকুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি চৌধুরী, মহিদুল অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাইম হাসান, আল আমিন হোসেন (সিনি.), শহিদুল ইসলাম, শামসুর রহমান, জাকির হাসান, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, রেজাউর রহমান, হাসান মুরাদ।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন যারা (১৮ লাখ টাকা)

অলক কাপালি, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসির হোসেন, এবাদত হোসেন, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহাগ গাজী, জোনায়েদ সিদ্দিকী, আকবর আলী, সৈয়দ খালেদ আহমেদ, তানবির হায়দার খান, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান লিমন, আবদুল মজিদ, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, আসিফ হাসান, মোহাম্মদ শরিফুল্লাহ, দেলওয়ার হোসেন, মনির হোসেন খান, ইমরানুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হক (সিনি.), সাকলায়েন সজিব, মোহর শেখ অন্তর, ধীমান ঘোষ, সুমন খান, রাহাতুল ফেরদৌস জাভেদ, রবিউল হক, কাজী অনিক, ইফতিখার সাজ্জাদ রনি, মোহাম্মদ হাসানুজ্জামান, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাইশুকুর রহমান, মুনিম শাহরিয়ার, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, অমিত হাসান, প্রিতম কুমার, শাহাদ হোসেন দীপু, মৃত্যুঞ্জয় চৌধুরী, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, সাকলায়েন সজিব, শফিকুল ইসলাম, নোমান চৌধুরী, আজমির আহমেদ, নাবিল সাদাম, শাহবাজ চৌহান, শাহিন আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ