বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

রামগঞ্জে মাকে হত্যার পর লাশ আগুনে পুড়ে ফেললেন নিজ সন্তান

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

থানা সুত্রে জানা গেছে, ২৪/০২/২০২২, লক্ষীপুরের রামগঞ্জ থানার ০২নং নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা সাকিনস্থ ওহেদ আলী পাটোয়ারী বাড়ীর ভিকটিম আমেনা বেগম প্রকাশ ভেলবা আক্তার (৬০) এর বসত ঘরে তার নিজ সন্তান রেদওয়ান হোসেন মিলন (২২) রাতের বেলায় তাহার নিজ গর্ভধারিনী মা ভিকটিম আমেনা বেগম প্রকাশ্য ভেলবা আক্তার (৬০)কে দা দিয়ে কুপিয়ে পরবর্তীতে কাপড়-চোপড় ও কম্বল দ্বারা মোড়াইয়া আগুন দিয়ে হত্যা করে সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনাস্থলে তাৎক্ষণিক রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপস্থিত হয়ে রেদওয়ান হোসেন মিলন (২২)কে গ্রেফতার করে।
পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ টিপু সুলতান, পিতা- মৃত আব্দুল ওয়াদুদ, সাং- মানিকপুর, থানা- রামগঞ্জ জেলা- লক্ষ্মীপুর থানায় এজাহার দায়ের করিলে গ্রেফতারকৃত রেদওয়ান হোসেন মিলন (২২), পিতা- মৃত আলী আকবর, সাং- আশারকোটা, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুরের বিরুদ্ধে
রামগঞ্জ থানার মামলা নং- ২২(০২)২০২২, ধারা- ৩০২/২০১ পেনাল কোড রুজু করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ