November 12, 2025, 4:42 am

লিটনের ফিফটিতে ১০০ ছাড়াল বাংলাদেশ

আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইওয়াশ করার লক্ষ্যে আজ ব্যাট করছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাবধানী শুরু করেন দুই ওপেনার তামিম ও লিটন। পাঁচ ওভারে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেননি তারা।

এরপর লিটন দাস খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারলেও পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ২৫ বলে মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরলেন।

ফজল হক ফারুকির জুজু থেকে যেন বেরই হতে পারলেন না এ ড্যাশিং ওপেনার। গত দুই ম্যাচের মতো আজও ফারুকির শিকারে পরিণত হলেন তিনি।

অন্য দিকে লিটন দাস রয়েছেন বেশ ফর্মে।  দারুণ  সব শট খেলে ইতোমধ্যে অর্ধশতক পূরণ করেছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান।

৬৫ বলে ৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের চতুর্থতম ফিফটি পূরণ করলেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ২ উইকেট হারিয় বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান। লিটন অপরাজিত ৫৬ রানে।

 



ফেসবুক
ব্রেকিং নিউজ