মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

সুবর্ণচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলনে নৌকা সমর্থকদের হামলা; পুলিশের ৫৫ রাউন্ড গুলি আহত-শতাধিক, গাড়ি ভাংচুর, গ্রেফতার -৮

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ওমর ফারুকের সংবাদ সম্মেলন শেষে চেয়ারম্যান প্রার্থী ও তার লোকজনের উপর হামলা করছে নৌকা প্রতিকের প্রার্থী তরিকুল ইসলাম (বিএসসি)’র সমর্থকরা৷ এতে আহত হয়েছে অন্তত শতাধিক ৷ আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে৷
শনিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের ছেঁউয়াখালী বাজারের এডভোকেট ওমর ফারুকের আনারস মার্কার নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে ইউনিয়নের ভুঁঞার হাটে উপজেলা ভূমি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আরিফুর রহমানের সামনে আনারস মার্কার কর্মীদের অতর্কিত হামলা করে নৌকা সমর্থরা৷ তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে সময় লাগবে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ওমর ফারুক ৷

এসময় চেয়ারম্যান প্রার্থী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক জানান, নৌকা প্রতিকের প্রার্থী তরিকুল ইসলাম পার্শবর্তী জেলা লক্ষীপুরের রামগতি, কমলনগর ও নোয়াখালীর হাতিয়ার বনদস্যু, জলদস্যু ও চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে আনারস মার্কার অফিস ভাংচুর, কর্মীদের হামলা ও মারধরের অভিযোগে আমি সংবাদ সম্মেলন করি৷ এতে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে সাংবাদিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে আমার কর্মীদের উপর হামলা করে তরিকুল ইসলাম বিএসসির সন্ত্রাসীরা৷ তিনি জানান, আনারসের তিন কর্মীকে হত্যার উদ্দেশ্যে ঘুম করেছে নৌকার সমর্থকরা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ