সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
হাটহাজারী রেঞ্জে হাটহাজারী উপজেলার শোভনছড়ি বিটের চুরখাঁরহাট বাজারের পশ্চিম পার্শ্ব হতে ৩০ টু = ৪৩.২৫ ঘনফুট সেগুন গোলকাঠ বোঝাই জীপ (চট্টগ্রাম-ক-৩৭১) গাড়ি আটক করে বনবিভাগ।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে এ কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা মন্দাকিনী বিট, শোভনছড়ি বিট ও হাটহাজারী বিট-কাম-চেক স্টেশনের স্টাফ সহ অবৈধ সেগুন গোলকাঠ পাঁচারের সময় শোভনছড়ি বিটের চুরখাঁরহাট বাজারের পশ্চিম পার্শ্ব হতে ৩০ টু = ৪৩.২৫ ঘনফুট সেগুন গোলকাঠ বোঝাই জীপ গাড়ী (নং-চট্টগ্রাম-ক-৩৭১) আটক করা হয়।
পরে জব্দকৃত মালামাল হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। এ ব্যপারে বন মামলা দাখিল করা হয়েছে