বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

২১ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু বিপিএল, প্লেয়ার ড্রাফট ২৭ ডিসেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরুর সম্ভাব্য তারিখ আগে থেকেই জানানো হয়েছিল ২০ জানুয়ারি। তবে আজ বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএল শুরুর তারিখ জানিয়ে দিলো বিসিবি।

২১ জানুয়ারি শুরু হবে বিপিএল। বঙ্গবন্ধুর নামে এবারও বিপিএলের নামকরণ করা হয়েছে। তাই বিপিএলের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল-২০২২। এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

বিপিএলের খেলা শুধু মিরপুরে নয়, দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের খেলাগুলো।

শুধু বিপিএল শুরুর তারিখই নয়, প্লেয়ার্স ড্রাফট কোন দিন অনুষ্ঠিত হবে সে তারিখও জানিয়ে দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। আগামী সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

ছয় দলের টুর্নামেন্ট হবে এবার। যদিও বিকেলে সংবাদ মাধ্যমের সামনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ছয় দলের জন্য এখনও ছয়টি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ