চাটখিল প্রতিনিধিঃ
ইউপি নির্বাচনের রেষারেশীর জের ধরে খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে দেড় ঘন্টা থেকে তান্ডব চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ৬ই জানুয়ারি রাত ৯টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত এই তান্ডব চালায় বলে জানায় স্থানীয়রা।
তারা জানান, বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থানীয় মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কেন্দ্র দখলের চেষ্টার ঘটনা ঘটে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল উত্তর শ্রীপুর গ্রামে বোমা ফাটিয়ে প্রায় দেড় ঘন্টা থেকে তান্ডব চালায়। এ সময় সন্ত্রাসীরা সাধারন মানুষের ঘরে ঘরে হামলা করে চরম আতংক সৃষ্টি করে।
পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় অর্ধশত পুলিশ এখন ঘটনাস্থলে রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়ে তা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তরা বলছেন, শ্রীপুর গ্রামের মমিন উল্যাহর ছেলে সবুজ ও কাশেম চৌকিদারের ছেলে আলাউদ্দিনের নেতৃত্বে এই ঘটনা ঘটিত হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।